নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সচিবালয়ে আনসার সদস্যদের সঙ্গে সংঘর্ষে আহত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এখন সুস্থ আছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুরাতন ভবনের তৃতীয় তলায় অবজারভেশন কেবিনে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আসাদুজ্জামান।
সোমবার (২৬ আগস্ট) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আসাদুজ্জামান বলেন, "গতকাল সচিবালয়ে আনসার সদস্যদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় মোট ৬০ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হাসনাত আব্দুল্লাহর মাথায় সামান্য আঘাত পেয়েছিলেন, তবে তিনি এখন সংক্রামুক্ত এবং তার অবস্থা ভালো।"
উল্লেখ্য, গতকাল রবিবার সচিবালয়ে আনসারদের জাতীয়করণের দাবিতে বিক্ষুব্ধ আনসার সদস্যদের সাথে ছাত্রদের সংঘর্ষের ঘটনা ঘটে, যেখানে হাসনাত আব্দুল্লাহসহ বেশ কয়েকজন ছাত্র আহত হন।
ঢাকানিউজ২৪.কম / জেডএস/সানি
আপনার মতামত লিখুন: