
খাগড়াছড়ি প্রতিনিধিঃ ঈদ-উল-আযহা উপলক্ষে ২০২২/২০২৩ অর্থ বছরে খাগড়াছড়ির ১নং মহালছড়ি ইউনিয়ন পরিষদের উদ্যোগে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বিনামূল্যে ২৪৬৯হত-দরীদ্র, অসহায় পরিবারের মাঝে ১০কেজি হারে ভিজিএফ’র খাদ্যশস্য বিতরণ করা হয়েছে।
শুক্রবার(৮ জুলাই) সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দূর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তর, দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এ খাদ্যশস্য বিতরণ করা হয়।
খাদ্যশস্য বিতরণকালে মহালছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রতন কুমার শীল বলেন, বর্তমান সরকার দেশের প্রতিটি মানুষের কথা চিন্তা করে বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, প্রতিবন্ধী ভাতা, গর্ভ-মাতৃত্বকালীন ভাতা, ভিজিডি ও ভিজিএফসহ নানা কর্মসুচী অব্যাহত রেখেছে। আর তার সুফল পাচ্ছে দেশের সাধারণ অসহায় হত-দরিদ্র জনগণ। তারই অংশ হিসেবে আজ আপনাদের মাঝে ভিজিএফ’র খাদ্যশস্য বিতরণ করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন, ট্যাগ অফিসার মহালছড়ি উপজেলা মৎস্য কর্মকর্তা প্রবীণ চন্দ্র চাকমা, মহালছড়ি ইউনিয়ন পরিষদের সচীব প্রয়াসী।
এছাড়াও ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্যগণ এসময় উপস্থিত ছিলেন।
ঢাকানিউজ২৪.কম / আব্দুল্লাহ আল মামুন/কেএন
আপনার মতামত লিখুন: