খুলনা প্রতিনিধি : খুলনার নতুন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ সাইফুল ইসলাম তথ্য প্রবাহের গুরুত্ব তুলে ধরে বলেছেন, একসময় তথ্যের প্রবাহ সীমিত ছিল, তবে এখন গণমাধ্যমের শক্তি অত্যন্ত বিশাল। তিনি আশা প্রকাশ করেন, খুলনার গণমাধ্যম সত্যিকার সংবাদ তুলে ধরে প্রশাসনের কাজকে সহায়তা করবে।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে খুলনার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। ডিসি জানান, খুলনার বিভিন্ন সেক্টরের অনিয়ম খুঁজে বের করে তা দ্রুত সমাধানের চেষ্টা করবেন এবং প্রশাসনের সেবা দ্রুত পৌঁছে দিতে সচেষ্ট থাকবেন।
সভায় উপস্থিত সাংবাদিকরা বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল খালের ইজারা উন্মুক্তকরণ, বাজার ও ঘাট ইজারায় অনিয়ম দূর করা, ডিসি অফিসের দুর্নীতি প্রতিরোধ, ভূমি সেক্টরে স্বচ্ছতা, নীরব চাঁদাবাজি বন্ধ, দখলদারি রোধ এবং জলাবদ্ধতা নিরসন।
মোহাম্মদ সাইফুল ইসলাম ১২ সেপ্টেম্বর খুলনার ৩৭তম ডিসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষিত এই প্রশাসক ছাত্রাবস্থায় সাংবাদিকতা পেশায়ও যুক্ত ছিলেন। তাঁর জন্ম কুমিল্লা জেলায়।
মতবিনিময় সভায় জেলা প্রশাসন ও পিআইবি’র কর্মকর্তাসহ প্রায় দেড়শত গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: