• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ; ১২ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

১৫ আগস্টের বিতর্কিত কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নেওয়া হবে: সারজিস আলম


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ১৬ আগষ্ট, ২০২৪ খ্রিস্টাব্দ, ০১:৩১ পিএম
১৫ আগস্টের, বিতর্কিত, কর্মকাণ্ডে, জড়িতদের, বিরুদ্ধে শাস্তির, ব্যবস্থা নেওয়া হবে, সারজিস আলম
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

নিউজ ডেস্ক : ধানমণ্ডিতে ১৫ আগস্ট শোক দিবসে শ্রদ্ধা জানাতে আসা ব্যক্তিদের উপর কোনো প্রকার হামলা বা বাধা দেওয়ার অধিকার কারো নেই বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। 

শুক্রবার (১৬ আগস্ট) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

সারজিস আলম স্পষ্টভাবে উল্লেখ করেন যে, বঙ্গবীর কাদের সিদ্দিকীর গাড়িতে হামলা করার অধিকারও কারো নেই। তিনি সতর্ক করে দিয়ে বলেন, যদি এ ধরনের ঘটনার সঙ্গে কোনো সমন্বয়ক বা অন্য কেউ জড়িত থাকে, তবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এবং সংগঠন থেকে বহিষ্কার করা হবে।

তিনি আরো জানান, ১৫ আগস্ট ধানমণ্ডিতে শোক দিবস পালনের সময় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। তাঁর মতে, বাইরের রাষ্ট্রের মদদে প্রতিবিপ্লবের নামে দেশে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা চলছে, যা দেশের রাজনৈতিক পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে।

আওয়ামী লীগ ও ছাত্রলীগের কিছু বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে তিনি শঙ্কা প্রকাশ করেন। তাঁর মতে, ১৫ আগস্ট রাষ্ট্রীয় আয়োজনে শোক দিবস পালনের বিপক্ষে হলেও, ব্যক্তিগতভাবে কেউ শোক প্রকাশ করতে চাইলে তাকে সম্মান জানানো উচিত।

তিনি উল্লেখ করেন, ২০১৩ সালে আওয়ামী লীগ সরকার হেজাফতে ইসলামের সমাবেশের সময় পুলিশকে ব্যবহার করে সমাবেশকারীদের কান ধরে উঠবস করানোর সংস্কৃতি শুরু করেছিল। 

তবে, ১৫ আগস্ট ধানমণ্ডিতে ঘটে যাওয়া কান ধরে উঠবস করানো এবং মোবাইল চেক করার ঘটনাগুলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্দেশ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলেও তিনি মন্তব্য করেন।

 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image