• ঢাকা
  • বুধবার, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৪ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

রাবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ০১ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ১১:০৯ এএম
রাবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ
রাবিতে ছাত্রলীগের সংঘর্ষ

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জাম পাড়াকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ ঘটে। এতে ছাত্রলীগের তিন কর্মী আহত হয় বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার (৩১ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামের পাশে এ ঘটনা ঘটে।

আহত ছাত্রলীগ কর্মী আমিনুল ইসলাম শাওন ও সৈকত রায়হান শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর অনুসারী। আর তানভীর হোসেন শাখা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আবদুল্লাহ আল মামুন স্বদেশের অনুসারী।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, বাংলা বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী সাইফুল পাটোয়ারী ও মানিকসহ কয়েকজন জাম পাড়তে গাছে ওঠে। এসময় জিয়া হল ছাত্রলীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম শাওন তাদেরকে জাম পাড়তে নিষেধ করে। এতে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে শাওন তার বন্ধু আইবিএ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত রায়হান, নবাব আব্দুল লতিফ হল ছাত্রলীগের সহ-সভাপতি আলিফ জিন্নাহ, নাঈম হোসেন জিহাদসহ কয়েকজনকে ডেকে নেন। অপরদিকে সেখানে বিশ্ববিদ্যালয় শাখার মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আবদুল্লাহ আল মামুন স্বদেশ, তানভীর হোসেনসহ কয়েকজন উপস্থিত হলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে তিনজন ছাত্রলীগ কর্মী আহত হয়।

ঘটনার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখার মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আবদুল্লাহ আল মামুন স্বদেশ বলেন, আমার বিভাগের দুই ছোটভাই জাম পাড়তে গেলে লতিফ হলের কিছু পদদারী ছাত্রলীগের নেতাকর্মীর সাথে ঝামেলা হয়েছে। এর মধ্যে আমার বিভাগের বন্ধুরাও ঘটনাস্থলে গেলে এক পর্যায়ে কথা কাটাকাটি হয়। এ সময় লতিফ হল ছাত্রলীগের সহ-সভাপতি আলিফ জিন্নাহসহ ঐ হলের পোস্টেড নেতা জিহাদ, শাওন, সৈকত রামদা, ছুরি নিয়ে এসে ধাওয়া করে। এতে তানভীর ছুরিকাঘাতে জখম হয়।

আইবিএ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত রায়হান বলেন, জাম পাড়াকে কেন্দ্র করে আমার বন্ধু শাওনের সাথে কয়েকজনের ঝামেলা হলে সে আমাকে ফোন করে। আমরা কয়েকজন সেখানে গিয়ে বিষয়টি সমাধান করার চেষ্টা করলে তারা আমাদের ওপর চড়াও হয়। এক পর্যায়ে স্বদেশ আমার মাথায় ইট দিয়ে আঘাত করলে আমি আহত হই এবং তাদের মারধরে শাওনও আহত হয়। পরে পাশে থাকা আমাদের বড় ভাইয়েরা ছুটে আসলে তারা পালিয়ে যায়।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, আমি কিছুক্ষণ আগে বিষয়টি জেনেছি। ইতোমধ্যে স্বদেশের সাথে কথা বলেছি। আলোচনা করে বিষয়টি সমাধান করা হবে।

 

ঢাকানিউজ২৪.কম / শাহাবুদ্দীন আহমেদ/কেএন

আরো পড়ুন

banner image
banner image