নিউজ ডেস্ক : আগের সেই ভুলের পুনরাবৃত্তি যেন না হয়, সেটি এই সরকারের কাছে প্রত্যাশা। আশা করি, সরকার ভালো কাজ করবে বলে বলেছেন, গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন ।
বঙ্গভবনে সংবাদমাধ্যমকে বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠান শেষে বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ও গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন এসব কথা বলেছেন। শারীরিকভাবে অসুস্থ বর্ষীয়ান এই রাজনীতিক হুইলচেয়ারে করে অনুষ্ঠানে যোগ দেন।
গণফোরাম ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছে। রাতে গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানের পাঠানো যৌথ বিবৃতিতে এই অভিনন্দন জানানো হয়।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: