• ঢাকা
  • শনিবার, ২০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ; ০৫ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

সরকার বেসামাল হয়ে পড়েছে : মির্জা ফখরুল


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ২০ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৯:২৬ এএম
সরকার বেসামাল হয়ে পড়েছে
বিএনপি মহাসজিব মির্জা ফখরুল

নিউজ ডেস্ক : বিএনপি মহাসজিব মির্জা ফখরুল বলেছেন, সরকার বেসামাল হয়ে পড়েছে। কখন কী বলে বোঝা যায় না। সরকার আজ রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করে দেশ পরিচালনা করছে। আবার তারাই মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে।

সোমবার (১৯ জুন) বগুড়া শহরের সেন্ট্রাল হাইস্কুল মাঠে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ‘তারুণ্যের সমাবেশ’-এ প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলার নেতাকর্মীদের নিয়ে এ সমাবেশ আয়োজিত হয়।

তিনি বলেন, তারা ২০০৮ সালে ছলচাতুরীর মাধ্যমে ক্ষমতায় এসে ২০১৪ ও ২০১৮ সালে একতরফা ও ভোটারবিহীন নির্বাচন করেছে। আজকে সরকার রাজনৈতিক কারণে মেধাবী শিক্ষার্থীদের চাকরি দিতে পারে না। কর্মসংস্থান তৈরি করতে পারে না। কীভাবে করবে? তারা তো লুটপাট ও বিদেশে টাকা পাচার এবং বেগমপাড়ায় বাড়ি বানাতে ব্যস্ত। তাদের লক্ষ্য হলো লুট করা।

স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানীর সভাপতিত্বে এবং যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের সঞ্চালনায় সমাবেশে বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সিনিয়র সহ-সভাপতি মামুন হাসান, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, ছাত্রদল সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ প্রমুখ বক্তব্য রাখেন।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image