• ঢাকা
  • শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিরামপুরে শহীদদের প্রতি শ্রদ্ধা 


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ২১ ফেরুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ০১:৩৫ পিএম
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে
বিরামপুরে শহীদদের প্রতি শ্রদ্ধা 

মোহাম্মদ রেজওয়ান আলী, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : আন্তর্জাতিক ও মাতৃভাষা দিবস উপলক্ষে বিরামপুরে প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। গভীর শ্রদ্ধা যথাযথ মর্যাদায় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে অমর একুশের প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা ও শুভেচ্ছা জ্ঞাপন করেন উপজেলা প্রশাসন। 

মঙ্গলবার (২১শে ফেব্রুয়ারি) রাত বারোটা এক মিনিট সময় বিরামপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। 

রাতের প্রথম প্রহরে শহীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন বিরামপুর উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু,পৌরমেয়র অধ্যক্ষ আক্কাস আলী, উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, সিনিয়র সহকারী পুলিশ সুপার এএসপি (বিরামপুর এবং নবাবগঞ্জ সার্কেল) এ কে এম ওয়াহেদুলনবী, অফিসার ইনচার্জ বিরামপুর থানা সুমন কুমার মহন্ত, বিরামপুর মহিলা কলেজের উপাধাক্ষ্য মেজবাউল হক,বিরামপুর প্রেসক্লাব সভাপতি আকরাম হোসেন,সাধারণ সম্পাদক সরকারি অধ্যাপক মশিহূর রহমান সহ প্রমুখ গণ উপস্থিত ছিলেন। এছাড়াও প্রথম প্রহরে ফুল দিয়ে শুভেচ্ছা নিবেদন করেন উপজেলা আওয়ামী লীগ, উপজেলা বীর মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা ছাত্রলীগ,যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ, বিরামপুর প্রেসক্লাব, পৌরসভা, সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন রেখে এক মিনিট নীরবতা পালন সহ শহীদের প্রতি মাগফেরাত কামনা করা হয়েছে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image