• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৩ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ; ২৮ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

মিঠামইনে হাসেম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধন করলেন ডিবি প্রধান 


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ০৩ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২:৪৪ পিএম
মিঠামইনে হাসেম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধন করলেন
হোসেন পুর একাদশের পক্ষে ডি,আই,জি হারুন মাঠ কাঁপিয়ে তুলেন

বিজয় কর রতন, মিঠামইন কিশোরগঞ্জ প্রতিনিধি: মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের হোসেন পুর গ্রামের প্রেসিডেন্ট রিসোর্ট খেলার মাঠে শুক্রবার ২রা জুন বিকালে প্রয়াত মুক্তিযোদ্ধা হাজী আবদুল হাসেম স্মৃতি টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্ভোধন করলেন ডি,আই,জি ও ডিবি প্রধান মো: হারুন অর রশিদ (বিপি,এম,বার,পিপি,এম,বার)। 

উদ্ভোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান ভুঁইয়া। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চিএ তারকা ও খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল,চিএ নায়ক -জায়েদ খাঁন,চিএ নায়ক রুবেল, চিএ নায়িকা শিরিন শিলা,চিএ নায়িকা জলি,জাতীয় দলের সাবেক ফুটবলার কাইছার হামিদ,পুলিশ সুপার মো: রাসেল শেখ, (পিপি,এম,বার)কিশোরগঞ্জ।এছাড়াও  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,  মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কলিন্দ্রনাথ গোলদার সহ, উপজেলার বিভিন্ন ইউনিয়নের বর্তমান ও সাবেক চেয়ারম্যান বৃন্দ,বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রেসিডেন্ট রিসোর্টের পূর্ব কোণে খেলার মাঠে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্ট খানি ডি,আই,জি ও ডিবি প্রধান হারুন অর রশিদের প্রয়াত পিতার নামে।রোদ বৃষ্টি উপেক্ষা করে দুপুর থেকেই হাজার হাজার দর্শক উদ্ভোধনী অনুষ্ঠান দেখতে মাঠে জরো হয়।এছাড়াও চিএ তারকাদের আসার সংবাদ পেয়ে দর্শকরা উল্লোসিত।আজকের প্রথম দিনের  উদ্ভোধনী খেলা হোসেন পুর একাদশ বনাম নবাব পুর একাদশ।

এ খেলায় হোসেন পুর একাদশের পক্ষে ডি,আই,জি হারুন মাঠ কাঁপিয়ে তুলেন।খেলার হাফ টাইমের পূর্বেই হারুন অর রশিদ বল নিয়ে এগিয়ে নবাব পুর একাদশ কে ১-০ গোলে পরাজিত করেন। এ টুর্নামেন্টে প্রথম রাউন্ডে ১৬ টি দল অংশ নেওয়ার কথা রয়েছে। হাওরে এই প্রথম কোনো ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধনী অনুষ্ঠানে চিএ তারকাদের মেলায় পরিণত হয়।

অভিনেতারা বলেন,ফুটবল একটি জাতীয় খেলা ফুটবল খেলায় হাওরের মানুষকে আরও উৎসাহিত করতে আমরা উদ্ভোধনী অনুষ্ঠানে ডিবি প্রধানের আমন্ত্রণে এসেছি। টুর্নামেন্ট পরিচালনায় প্রেসিডেন্ট রিসোর্টের ব্যাবস্হাপনা পরিচালক ডা: শাহরিয়ার। 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image