• ঢাকা
  • বুধবার, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৪ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ঈদের দ্বিতীয় দিনেও কমলাপুরে মানুষের ঢল


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ১১ জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ, ০৩:০৮ পিএম
ঈদের দ্বিতীয় দিনেও
কমলাপুরে মানুষের ঢল

নিউজ ডেস্ক : ঈদের দ্বিতীয় দিন, রেশ কাটেনি ঈদের। তাই অনেকেই প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ কাটাতে সোমবার (১১ জুলাই) রাজধানী থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছুটেছেন।

১১ জুলাই সকাল থেকেই যাত্রীদের পদচারণায় মুখর ছিল কমলাপুর রেলস্টেশন। কাউন্টারের সামনে ছিল যাত্রীদের জটলা। আন্তঃনগর ট্রেনের পাশাপাশি ছিল লোকাল ট্রেনও। বিশেষ করে স্বল্প দূরত্বের জেলাগুলোর যাত্রীদের সংখ্যাই বেশি ছিল।

ঘরমুখোরা বলছেন, ঈদের আগে প্রচুর যানজট থাকে। যেতে খুব অসুবিধা হয়। তাছাড়া ঈদের আগে টিকিটও পাইনি। এ জন্য ঈদের পর টিকিট সংগ্রহ করে বাড়ি যাচ্ছি।

তবে ঈদের পরের দিনও রেলের অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ জানিয়েছেন যাত্রীরা। তারা বলেন, টিকিট পেতে লম্বা লাইনে দাঁড়িয়ে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়।

গাবতলী বাস টার্মিনালেও দেখা গেছে যাত্রীদের উপস্থিতি। ঈদের আগে বাসের টিকিট না পাওয়া ও ভোগান্তি এড়াতেই যাচ্ছেন গ্রামের বাড়িতে।

যাত্রীরা বলছেন, ঈদের আগে যানজটের ভোগান্তি অনেক বেশি থাকে। ঈদের পর যানজট কম থাকার কারণে বাড়ি যাচ্ছি। এখন ঠিক মতো গাড়ি পাওয়া যায়।  

মঙ্গলবার (১২ জুলাই) থেকে ঢাকা ফেরা যাত্রীদের চাপ শুরু হবে বলে মনে করছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের পরিবহন সংস্থাগুলো।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image