• ঢাকা
  • সোমবার, ২৫ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ; ০৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

সাবেক হুইপ ইকবালের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা 


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ২৬ আগষ্ট, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৩:১৫ পিএম
আরও একটি হত্যা মামলা 
সাবেক হুইপ ইকবাল

দিনাজপুর প্রতিনিধি : জাতীয় সংসদের সাবেক হুইপ ও দিনাজপুর সদর ৩ আসনের সংসদ সদস্য ইকবালুর রহিমসহ ৩১ জনের নাম উল্লেখ করে এবং ৩শ থেকে  ৪শ জনকে অজ্ঞাতনামা আসামী করে আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। 

রোববার (২৫ আগষ্ট) দিনাজপুর কতোয়ালী থানায় মামলাটি দায়ের করেন বৈষম্য‌বি‌রোধী ছাত্র আ‌ন্দোল‌নে নিহত শিক্ষার্থী‌ র‌বিউল ইসলাম রাহু‌লের বড় ভাই ফ‌রিদুল ইসলাম(৩২)। এর আ‌গে গত ১৯ আগস্ট দিনাজপুর জেলা যুবদ‌ল নেতা রুহান হো‌সেন বা‌দি হ‌য়েএক‌টি হত্যা মামলা দা‌য়ের করেছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা, গত ৪ আগস্ট সকাল থেকে সারাদেশের ন্যায় দিনাজপুরে স্কুল-কলেজের শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী আন্দোলনে ‌যোগদান ক‌রে একদফা দা‌বি‌তে শা‌ন্তিপূর্ণ মি‌ছি‌লে অংশ নেয়। অন্যান্য  শিক্ষার্থীদের সা‌থে এজাহারকারী ফ‌রিদু‌লের ছোট ভাই র‌বিউল ইসলাম রাহুলও ছি‌লেন। দুপুর আনুমা‌নিক ১২টায় মি‌ছিল‌টি পৌরসভার প্রধান ফটক ও জিলাস্কু‌লের সাম‌নের সড়‌কে আসলে ইকবালুর রহিমের পরোক্ষ মদদে ও উস্কা‌নি‌তে তাঁর লোকজন মি‌ছি‌লের উপ‌রে হামলা ক‌রে।  এসময় হামলাকারী‌দের হা‌তে ভারী আ‌গ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র ও ক্ষ‌তিকারক রাসায়‌নিক দ্রব্য ছি‌লো। হামলাকারীরা শিক্ষার্থী‌দের উপর গু‌লি ছুড়‌লে এক পর্যা‌য়ে নিহত রবিউল ইসলাম গু‌লি‌বিদ্ধ হ‌য়ে মা‌টি‌তে প‌ড়ে যায়। প‌রে চি‌কিৎসাধীন অবস্থায় ৯ আগস্ট তার মৃত্যু হয়। 

মামলার অন্যান্য আসামীরা হলেন জেলা যুবলীগ নেতা রাশেদ পারভেজ, আনোয়ার হোসেন, আওয়ামীলীগ নেতা শাহ আলম, মো: রমজান, মানিক রঞ্জন বসাক, যুবলীগ নেতা মো: মিথুন, সুইট, ওবাইদুর রহমান, ফাজিলপুর ইউপি চেয়ারম্যান অভিজিৎ বসাক, শেখপুরা ইউ‌পি চেয়ারম্যান মো‌মিনুল ইসলাম, সদর উপ‌জেলা চেয়ারম্যান ইমদাদ সরকার, শশরা ইউ‌পি চেয়ারম্যান মো. রানা, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান, ছাত্রলীগ নেতা হারুনুর রশীদ রায়হান, ওয়াসিম নুর তুষার, মিথুন, নুর মোহাম্মদ, জাকির হোসেন,  সাদেকুল ইসলাম, রাশেদুল ইসলাম, রুবেল,  শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সভাপতি মাসুদ আলম, রবীন্দ্রনাথ বসাক সুটু, শামীম রেজা, আব্দুল মালেক সরকার, মোহাম্মদ রফিকুল ইসলাম,  ইউসুফ আলী তালুকদার,  উত্তম বসাক, মামুনুর রশীদ,  অমিত। 

দিনাজপুর কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ফরিদ হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন  বৈষম্য বিরোধী ছাএ আন্দোলনে নিহত র‌বিউল ইসলা‌মের বড় ভাই বা‌দি  হয়ে ইকবালুর রহিমসহ ৩১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৩ থেকে ৪০০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image