• ঢাকা
  • সোমবার, ২১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ; ০৭ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ছাত্র রাজনীতি নিয়ে ঢাবি প্রশাসনের সঙ্গে ১০ ছাত্র সংগঠনের বৈঠক


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৭:৩৩ পিএম
ক্যাম্পাসের অন্যান্য বিষয়েও আলোচনায় এসেছে
ঢাকা বিশ্ববিদ্যালয়

নিউজ ডেস্ক:  ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের রাজনীতি নিয়ে ১০ ছাত্রসংগঠনের সঙ্গে বৈঠক করছেন বিশ্ববিদ্যালয় উপাচার্য, দুই উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ ও প্রক্টর। এতে ক্যাম্পাসের অন্যান্য বিষয়েও আলোচনায় এসেছে। 

শনিবার সকাল থেকে উপাচার্যের কার্যালয় সংলগ্ন লাউঞ্জে এ বৈঠক শুরু হয়। এতে দুই দফায় দশটি সংগঠন অংশ নেয়। 

ছাত্র সংগঠনের পক্ষ থেকে রাজনীতি বন্ধ না করে সংস্কার এবং ডাকসু নির্বাচনের প্রস্তাব দেওয়া হয়। তবে প্রশাসনের পক্ষ থেকে কোনো আশ্বাস দেওয়া হয়নি। তারা শুধু সবার প্রস্তাব শুনেছেন। 

এতে সকাল ১১টায় ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদিক কাইয়ুম ও সাহিত্য সম্পাদক রেজাউল করিম শাকিল, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের আহ্বায়ক কমিটির সাজেদুল ইসলাম ও প্রজ্ঞা চৌধুরী, বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের পক্ষ থেকে পদার্থবিজ্ঞান বিভাগের আতিক চৌধুরী, নৃবিজ্ঞান বিভাগের নাইম উদ্দিন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের আদনান আজিজ বৈঠকে অংশ নেন। 

এরপর দুপুর ২টায় ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সরকার ও সাধারণ  সম্পাদক নাহিদুজ্জামান শিপন, ইসলামী ছাত্র আন্দোলনের ঢাবি শাখার সাপতি ইয়াছিন আরাফাত, সাধারণ সম্পাদক খায়রুল আহসান মারজান, বিপ্লবী ছাত্র মৈত্রীর ঢাবি শাখার সভাপতি নূজিয়া হাসিন রাশা ও সাধারণ সম্পাদক সামি আব্দুল্লাহ; ছাত্র ফেডারেশনের ঢাবি শাখার আহ্বায়ক আরমানুল হক, ছাত্র ইউনিয়নের ঢাবি শাখার সাধারণ সম্পাদক মাঈন আহমেদ; সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (মার্ক্সবাদী) ঢাবি শাখার সভাপতি সাদেকুল ইসলাম সাদিক ও সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক; সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (বাসদ) ঢাবি শাখার সভাপতি সুহাইল আহমেদ শুভ প্রমুখ বৈঠকে অংশ নেন।

বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এ বৈঠক চলছে। 

সকালে বৈঠক শেষে ছাত্রশিবিরের সভাপতি সাদিক কায়েম বলেন, ক্লাস-পরীক্ষা শুরু হওয়ার পর পরিস্থিতি স্থিতিশীল হলে দ্রুত ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছি। আমরা রাজনীতি নিষিদ্ধ চাই না, ইতিবাচক সংস্কারের মাধ্যমে ছাত্র রাজনীতি অব্যাহত থাকতে হবে। পাশাপাশি পরিবেশ পরিষদ ভেঙে দেওয়া এবং বিদ্যমান সিন্ডিকেট ভেঙ্গে দেওয়ার আহ্বান জানিয়েছেন বলে মন্তব্য করেন তিনি। 

গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সাজেদুল ইসলাম বলেন, আমরা ছাত্র রাজনীতি নয়, সন্ত্রাসী রাজনীতির অবসান চেয়েছি। রাজনীতি করা গণতান্ত্রিক অধিকার, এটা নিষিদ্ধ করা যায় না। এর পাশাপাশি ক্যাম্পাসের সুষ্ঠু ব্যবস্থাপনা ও ডাকসুর কথা বলেছি।

ঢাকানিউজ২৪.কম / এইচ

আরো পড়ুন

banner image
banner image