
নিউজ ডেস্ক: বান্দরবানে সন্ত্রাসীদের দুই গ্রুপের (কেএনএফ ও ইউপিডিএফ) গোলাগুলিতে আটজন নিহত হয়েছেন। শুক্রবার বেলা ১১টার দিকে বান্দরবানের রোয়াংছড়ির হামতাংপাড়ায় এই ঘটনা ঘটে।
রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, দুপুর সাড়ে ১২টায় স্থানীয়দের দেওয়া তথ্যে খামতাং পাড়ায় গিয়ে ৮ গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য বান্দরবান হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কাদের সঙ্গে বন্দুকযুদ্ধ হয়েছে তা জানা যায়নি।
নিহতদের আটজনের মধ্যে সাতজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- ভান দু বম, সাং খুম, সান ফির থাং বম, বয় রেম বম, জাহিম বম, লাল লিয়ান ঙাক বম ও লাল ঠা জার বম।
পুলিশের ধারণা, নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটাতে পারে পার্বত্য অঞ্চলের সংগঠনগুলো।
স্থানীয়রা জানান, রাত থেকেই গোলাগুলির শব্দ শুনতে পেয়েছেন তারা।
ঢাকানিউজ২৪.কম / এসডি
আপনার মতামত লিখুন: