
বখতিয়ার রহমান, পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুর জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় ভ’মি অধিগ্রহনে পীরগঞ্জে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ১ কোটি ১২ লাখ টাকা অর্থের চেক বিতরণ করা হয়েছে ।
বুধবার দুপুরের পুর্বে পীরগঞ্জ উপজেলা অডিটরিয়াম হলে আনুষ্ঠানিক ভাবে এ চেক বিতরন করেন রংপুরের জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন । এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রাণী রায়ের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
এতে বক্তব্য রাখেন রংপুরের জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন, পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল, পীরগঞ্জ পৌরসভার মেয়র তাজিমুল ইসলাম শামীম, ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রায়হান শাহ প্রমুখ ।
অনুষ্ঠান শেষে পীরগঞ্জের ক্ষতিগ্রস্থ ২ শ’জন ব্যাবসায়ীর প্রত্যেককে ৪৭ হাজার টাকা করে ১ কোটি ১২ লাখ ১২ হাজার টাকা বিতরণ করা হয় ।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে ভ’মি অধিগ্রহনে ক্ষতিগ্রস্থদের মাঝে ইতিমধ্যে ৬শ’৫৩ কোটি টাকার মধ্যে ৩শ’৪৬ কোটি টাকা বিতরণ করা হয়েছে । বিতণের হার ৫৩ শতাংশ । অবশিষ্ট অর্থও বিতণের প্রক্রিয়া চলমান রয়েছে ।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: