• ঢাকা
  • মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৩ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

রোহিঙ্গারা পুরো দক্ষিণ এশিয়ার জন্য সমস্যা


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ০৩ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৫:২০ পিএম
রোহিঙ্গারা পুরো দক্ষিণ এশিয়ার জন্য সমস্যা
জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি

ডেস্ক রিপোর্টার : ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি বলেছেন, রোহিঙ্গারা শুধু বাংলাদেশের নয়, পুরো দক্ষিণ এশিয়া অঞ্চলের নিরাপত্তার জন্য বড় সমস্যা।

শনিবার (৩ জুন) রাজধানীর গুলশানের ওয়েস্টিন হোটেলে কসমস ফাউন্ডেশন আয়োজিত লেকচার সিরিজে 'বাংলাদেশ-জাপান সম্পর্ক' নিয়ে কথা বলার সময় এ মন্তব্য করেন তিনি।

রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি বলেন, রোহিঙ্গা সমস্যার সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে।

বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের ভিসা নীতি সম্পর্কে জানতে চাইলে জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি বলেন, ‘দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না।’

ঢাকার সঙ্গে টোকিওর সম্পর্ক গত ১০ বছরে আরও বেড়েছে জানিয়ে ইওয়ামা কিমিনোরি বলেন, নিরাপত্তা প্রযুক্তি আদান প্রদানে শুধু সরঞ্জাম নয়, এক্ষেত্রে দক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছে দুদেশ। এ সহযোগিতা ভবিষ্যতেও বজায় থাকবে বলে এসময় জানান জাপান রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি।

এছাড়া, দুদেশের জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে নানা আনুষ্ঠানিকতা চলমান রয়েছে। ব্যাপক অংশীদারিত্ব থেকে একটি কৌশলগত অংশীদারিত্বের দিকে এগিয়ে যাওয়ার সময় এসেছে, যোগ করেন জাপানি রাষ্ট্রদূত।
 
এ সময় অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজের ওপর গুরুত্ব দেন ইওয়ামা কিমিনোরি।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image