• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

নিজ স্বার্থে বিদেশিরা ফন্দিফিকির করে: পররাষ্ট্রমন্ত্রী


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ২৯ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ০১:২৬ পিএম
নিজ স্বার্থে বিদেশিরা ফন্দিফিকির করে
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন

নিউজ ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, বিদেশিরা নিজেদের স্বার্থে বিভিন্ন ধরনের ফন্দিফিকির করে। এজন্য বিদেশিদের কথায় কখনো লাফানো উচিত নয় বলেও মন্তব্য করেন মন্ত্রী।

মঙ্গলবার (২৮ জুন) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে পদ্মা সেতু উদ্বোধন পরবর্তী আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। রাষ্ট্রীয় সফরে বিদেশ অবস্থান করায় আব্দুল মোমেন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতু নির্মাণে দুর্নীতির মিথ্যা ও বানোয়াট অভিযোগ তুলে বাংলাদেশকে অপমান করা হয়েছে। যারা এই অপমান করেছে, তাদেরকে বলব, আপনাদের উচিত হবে ক্ষমা চাওয়া। স্বেচ্ছায় ক্ষতিপূরণ দিয়ে তাদের এই অপরাধ ও নিজেদের গ্লানিটা দূর করা প্রয়োজন বলে আমি মনে করি।’

এ কে আব্দুল মোমেন বলেন, ‘আমাদের অনেক পণ্ডিত বিদেশিদের কথায় বহু লাফালাফি করেছেন। তাদের বোধ হয় সেটা ভাবার সময় এসেছে। বিদেশিদের কথায় শুধু লাফালাফি করা ঠিক নয়।’

বিদেশিরা কিছু বললেই সেটা সত্য নয় উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘ বিদেশিরা অনেক সময় অনেক ফন্দিফিকির করে। অনেক কিছু স্বার্থের জন্য তারা করে। তারা নিষেধাজ্ঞা দেয়। ভেতরে এবং বাইরে তাদের (বিদেশিদের) রূপের ভিন্নতা রয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের দেশের জন্য যেটা মঙ্গল হয়, আমাদের জনগণের জন্য যেটা শুভ হয় সেটাই আমরা করি। আমরা আমাদের মানুষের কথা চিন্তা করি। আমাদের দেশের অবস্থান বিবেচনা করি।’

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন, জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক সেলিম রায়হান বক্তব্য দেন।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image