
নিউজ ডেস্ক : পরিবেশ বিপর্যয় থেকে বাংলাদেশকে সুরক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। সোমবার (৫ জুন) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পরিবেশ দিবস ও পরিবেশ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, প্লাস্টিক দূষণ রোধ এবং নদী রক্ষায় সরকার কার্যকর পদক্ষেপ নিয়েছে। তবে এক্ষেত্রে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সম্মিলিত প্রয়াসে পরিবেশ বিপর্যয় না ঠেকানো গেলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে জবাবদিহি করতে হবে বলে সতর্ক করেন তিনি।
গত এক দশকে দেশে বনভূমি ও বৃক্ষ আচ্ছাদিত বন বেড়েছে বলে দাবি করেন মন্ত্রী।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: