
নিউজ ডেস্ক : বিএনপি-জামায়াত ষড়যন্ত্রের রাজনীতির পথে হাঁটছে বলেছেন, আ'লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। তারা দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়।
শনিবার (১৩ মে) সকালে রাজধানীর বাংলা একাডেমিতে স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভায় আ ফ ম বাহাউদ্দিন নাছিম এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি-জামায়াত ষড়যন্ত্রের রাজনীতির পথে হাঁটছে। তারা দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। দেশবিরোধী ষড়যন্ত্র করছে তারা। সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করতে হলে প্রয়োজনে আরেকটি যুদ্ধ করার প্রস্তুতি নিতে হবে।
যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না, সেই অশুভ শক্তি বাংলাদেশের বিপক্ষে দাঁড়িয়েছে। দেশের সব অর্জনকে ব্যর্থ করে দেয়ার ষড়যন্ত্র করছে। নব্য পাকিস্তান বানানোর পাঁয়তারা করছে। এ অশুভ শক্তিকে দেশ থেকে বিতাড়িত করতে হবে বলেও জানান তিনি।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: