
স্টাফ রিপোর্টার, জহিরুল ইসলাম সানি : সরকারি সুবিধাবঞ্চিত প্রায় তিন হাজার কর্মচারীদের পক্ষে সংগঠনের সভাপতি মোঃ হুমায়ুন কবির বলেন, আমরা চাকরিতে স্থায়ী হওয়া সত্ত্বেও ২৫ বছরের পেনশনসহ বিভিন্ন ভাতা থেকে বঞ্চিত। ইতিমধ্যে ২০০৮ সাল হতে অনেক কর্মচারী অবসর গ্রহণ ও মৃত্যুবরণ করেছেন।
তাদের পরিবার অত্যন্ত মানবতার জীবনযাপন করছে যা ভাষায় বর্ণনা দেওয়ার নয়। অথচ চাকরির নিয়োগ পত্রে সুস্পষ্ট উল্লেখ রয়েছে যে স্থায়ী কর্মচারীদের কার্যকর চাকরি কাল ০১/০৭/২০০৮ খ্রিঃ তারিখ হতে গণনা পূর্বক আনুতোষিক প্রদান করা হবে।
আজ মঙ্গলবার (০৩ জানুয়ারি) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে 'বিটিসিএল স্থায়ী কর্মচারী কল্যাণ সমিতি'র সভাপতি মোঃ হুমায়ুন কবির সংবাদ সম্মেলন এসব কথা বলেন।
এ সময় দাবি বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে "বিটিসিএল স্থায়ী কর্মচারী কল্যাণ সমিতি" ৫ দফা দাবি উত্থাপন করেন।
১। (ক) সাবেক বিটিটিবিতে কর্মরত ওয়ার্কচার্জড কর্মচারীদের বিটিসিএল-এ ন্যস্ত করণের পূর্বে বাংলাদেশ টি এন্ড টি শ্রমিক কর্মচারী ফেডারেল ইউনিয়ন (সিবিএ-বি-১৮২০) কর্তৃক শিল্প বিরোধে উত্থাপিত ৩০০ (তিনশত) মাসের আনুতোষিক প্রদান করতে হবে ।
(খ) বিটিসিএল-এ যোগদানকৃত অবসরপ্রাপ্ত এবং মৃত্যুবরণকারী স্থায়ী কর্মচারীদের নিয়োগপত্রে শর্তে উল্লেখিত কার্যকর চাকুরীকাল ০১/০৭/২০০৮ খ্রিঃ তারিখ হতে গননা পূর্বক আনুতোষিক অবিলম্বে প্রদান করতে হবে।
২ । মামলা প্রত্যাহারকারী, মামলা প্রত্যাহার প্রক্রিয়াধীন ও মামলা বিহীন ওয়ার্কচার্জড কর্মচারীদের দ্রুত শূন্য পদে আত্মীকরণ করতে হবে ।
৩ । অর্জিত ছুটি, অর্ধবেতনে ছুটি নগদায়ন, কল্যাণ তহবিল ও যৌথবীমা অবিলম্বে চালু করতে হবে।
৪ । বিটিসিএল বর্তমান অর্গানোগ্রামের ১১ ও ১০ তম গ্রেডের পদ ও পদবী সমূহ অক্ষুণ্ণ রেখে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি দিতে হবে।
৫ । বিটিসিএল এ চাকুরীরত অবস্থায় মৃত্যুবরণকারী কর্মচারীদের দাফন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বিটিসিএল কল্যাণ তহবিল হতে তাৎক্ষনিক ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা প্রদান করতে হবে।
এই সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিটিসিএল স্থায়ী কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মোঃ হুমায়ুন কবির, সাধারণ-সম্পাদক মোঃ রফিকুল ইসলাম সেলিম, সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম রানা, মোঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম সেলিম, সহ-সাধারণ সম্পাদক শামীম আহমেদ শাহীন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ফারুক আহমেদ, সদস্য হাজী আলমগীর হোসেন, মোঃ শরিফ উদ্দিন ভূঁইয়া সহ এই সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও স্থায়ী কর্মচারীরা।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: