• ঢাকা
  • শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

নবীনগরে জিনদপুর ও ইব্রাহিমপুর ইউনিয়ন জাসদের কর্মী সভা অনুষ্ঠিত


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ১৯ নভেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০১:৩৮ পিএম
জিনদপুর ও ইব্রাহিমপুর ইউনিয়ন
জাসদের কর্মী সভা অনুষ্ঠিত

মমিনুল হক রুবেল, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা জাসদের এডহক কমিটি আনুষ্ঠানিকভাবে  ইউনিয়ন জাসদের কমিটি গঠনের লক্ষ্যে কাজ শুরু করেছেন।এরই পরিপ্রেক্ষিতে উপজেলার জিনদপুর ও ইব্রাহিমপুর ইউনিয়ন জাসদের নতুন ও পুরাতন জাসদ নেতাদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার এই দুটি ইউনিয়নে জাসদের রাজনীতিকে সুসংগঠিত করতে সকলের মতামতের ভিত্তিতে ১১ সদস্যের এডহক কমিটি ঘোষণা করা হয়।

এই কমিটির নেতৃবৃন্দ সকলের সাথে সমন্বয় করে ইউনিয়ন জাসদের পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে।মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও প্রগতিশীল সমন্বয়ে এই দুটি ইউনিয়ন জাসদের এডহক কমিটি ঘোষণা করা হয়।

এতে জিনদপুর ইউনিয়ন জাসদের কমিটিতে মোঃ কবির হোসেন (সভাপতি) ও মোঃ বিল্লাল হোসেন (সাধারণ সম্পাদক) ও ইব্রাহিমপুর ইউনিয়ন জাসদের আনিছুর রহমান খন্দকার (সভাপতি)ছবির আহমেদ (সাধারণ সম্পাদক)করে মোট ১১জন সদস্য রাখা হয়েছে।অচিরেই এই কমিটি ইউনিয়নের প্রত্যেকটি গ্রামে সদস্য রেখে সম্মেলনের মাধ্যমে পুর্নাঙ্গ কমিটি গঠন করবেন।

সভায় জিনদপুর ইউনিয়ন জাসদ নেতা নান্নু ঘটকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জাসদের সভাপতি মহান মুক্তিযুদ্ধের যুদ্ধকালিন কমান্ডার এডঃ আখতার হোসেন সাঈদ।বক্তব্য রাখেন উপজেলা জাসদের এডহক কমিটির সভাপতি সাবেক ছাত্রনেতা সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাংবাদিক এম কে জসিম উদ্দিন,জাসদ নেতা আনিছুর রহমান খন্দকার,আবু হানিফ,কবির হোসেন প্রমুখ।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image