• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

গৌরীপুরে চার মাদকসেবীর দণ্ড


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ১৭ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ০৩:৪১ পিএম
চার মাদকসেবীর দণ্ড
৪ মাদকসেবীর দণ্ড

গৌরীপুর প্রতিনিধি, ময়মনসিংহ: ময়মনসিংহের গৌরীপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে চার মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। বুধবার (১৫ জুন) রাত ৮টা থেকে ৯ টা পর্যন্ত ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে ২জন এবং মঙ্গলবার ২জনকে এ দণ্ড প্রদান করে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ।

হিরোইন সেবন ও সংরক্ষণের দায়ে গৌরীপুর পৌরসভার স্টেশন রোড এলাকার আঃ ওদুদ মিয়ার ছেলে মোঃ আলাল (৩৮) কে ১৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার ৫শ টাকা অর্থদণ্ড এবং একই এলাকার উজ্জ্বল (৫৫) কে ৭ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ শ টাকা অর্থদণ্ড দেয়া হয়।

অভিযানে সার্বিক সহায়তা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ ‘খ’ সার্কেলের পরিদর্শক ও সঙ্গীয় টীম।

এছাড়া মঙ্গলবার উক্ত ভ্রাম্যমাণ আদালত একই অপরাধে গৌরীপুরের মো. আইনাল হক(৫০) ১০মাসের কারাদণ্ড ও ৫০০টাকা জরিমানা এবং মতিউর রহমান রবিনকে ৬মাসের কারাদণ্ড ও ১হাজার টাকা জরিমানা আদায় করেছে।
ভ্রাম্যমান আদালতে ৪মাদকসেবীকে সাজার বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

ঢাকানিউজ২৪.কম / শফিকুল ইসলাম মিন্টু/কেএন

আরো পড়ুন

banner image
banner image