
বিনোদন ডেস্ক : চলমান ঢালিউডের বিতর্ক রাজ-সুনেরাহ-পরীমনি। এই ত্রিদ্বয় একটার পর একটা কাণ্ড ঘটায় যাচ্ছে। অভিযোগের পাল্টা জবাব দিতে যেন পরী। ব্যক্তিজীবনের নানা ঘটনা ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি। এবার হঠাৎ মধ্যরাতে ফেসবুকে একটি পোস্টে দুঃখ প্রকাশ করেছেন তিনি।
সোমবার (৪ জুন) দিবাগত রাত ৩টায় একটি স্ট্যাটাস ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে শেয়ার করেন পরীমনি। পোস্টে তিনি তানভীর তারেক ও জাগো এফএম কর্তৃপক্ষের কাছে দুঃখ প্রকাশ করেছেন।
পরীমনি লিখেছেন, আমি আন্তরিকভাবে দুঃখিত তানভির তারেক এবং জাগো এফএম কর্তৃপক্ষের কাছে। আপনাদের সঙ্গে আমি আমার কমিটমেন্ট রাখতে অক্ষম হয়েছি। আপনারা আমার বর্তমান মানসিক পরিস্থিতির সঙ্গে রয়েছেন এই আমার অনেক বড় সান্ত্বনা।
আরও লিখেছেন, অনেক কৃতজ্ঞ আপনাদের মানবতার জন্যে। আমি অবশ্যই এই পরিস্থিতি কাটিয়ে শীঘ্রই আবার আপনাদের সঙ্গে কাজে ফিরব, ইনশাআল্লাহ।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: