
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে রবিবার (১অক্টোবর) সন্ধ্যায় গৌরীপুর উপজেলার চন্দপাড়া মোড়ে ট্রাকের ধাক্কায় পাওয়ার টিলার চালক আব্দুল কদ্দুস (৩৫) নিহত হয়েছে। সে তারাকান্দা উপজেলার বুবলি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার ডৌহাখলা ইউনিয়নের রায়গঞ্জ বাজার থেকে একটি পাওয়ার টিলার ধান বোঝাই করে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের চন্দপাড়া মোড়ে আসলে বিএনপির রোডমার্চের দুটি ট্রাক প্রতিযোগিতা করতে গিয়ে একটি ট্রাক পাওয়ার টিলারটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান পাওয়ার ট্রলি চালক কদ্দুস।
গৌরীপুর থানার ওসি মাহমুদুল হাসান বলেন, ট্রাকটিকে আটক করা যায়নি। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে পোস্টমর্টেম ছাড়াই পরিবারের কাছে তাঁর লাশ হস্তান্তর করা হয়েছে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: