• ঢাকা
  • মঙ্গলবার, ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ; ০৮ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

নালিশ বিদেশিদের কাছে নয় জনগনের কাছে দিতে হবে: তথ্যমন্ত্রী


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ০৫ জুলাই, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৫:৫৯ পিএম
বিএনপির নালিশ, বিদেশি, তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক: বিএনপির নালিশ বিদেশিদের কাছে নয় যদি কোনো নালিশ থাকে, সে নালিশ জনগণের কাছে দিতে হবে, উন্নত দেশগুলোর মতো নির্বাচিত সরকারের অধীনেই দেশে নির্বাচন হবে, এ কথা বললেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

পিআইডির প্রকাশনায় পার্বত্য শান্তি চুক্তি নিয়ে দুইটি বইয়ের মোড়ক উন্মোচন শেষে বুধবার (৫ জুলাই) এ কথা বলেন তিনি। আরও বলেন, যুক্তরাষ্ট্রের সাথে নানাবিধ সম্পর্ক রয়েছে, তাদের কর্মকর্তাদের আগমনকে স্বাগত জানাই। এর মানে হচ্ছে তাদের সম্পর্ক আরও গভীর হয়েছে। বিএনপির একদফার আন্দোলন চট্টগ্রামেই মারা যায় কি না সেটাই দেখার বিষয়। বিএনপির আন্দোলন করার সক্ষমতা নাই। আমরা কোনো চাপ অনুভব করছি না। আমরা জানি কখন কী করতে হয়।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপির আহ্বানে জনগণ সিটি করপোরেশন নির্বাচন বর্জন করেনি। আগামী নির্বাচনেও করবে না। বিএনপি নির্বাচনে না আসলে জনগণকে আহ্বান করবো তাদের বর্জন করতে।

পার্বত্য এলাকায় এখন শান্তিবাহিনীর উপদ্রব নেই, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে শান্তি চুক্তির ফলে সেখানে শান্তি ফিরেছে।

ঢাকানিউজ২৪.কম / এস

আরো পড়ুন

banner image
banner image