• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ২৮ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

নবীনগরে নতুন জাতের আলু চাষে স্বাবলম্বী ইয়াছিন


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ২৭ ফেরুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ০১:২৪ পিএম
নবীনগরে নতুন জাতের
আলু চাষে স্বাবলম্বী ইয়াছিন

মমিনুল হক রুবেল, নবীনগর প্রতিনিধি : কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় নবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নে কৃষক ইয়াছিন মিয়ার জমিতে নতুন জাতের বিএডিসি গোল আলু-১ (সানসাইন) জাতের প্রদর্শনী বাস্তবায়িত হয়েছে।

সরেজমিনে পরিদর্শন করে নিয়মিত পরামর্শ দিয়েছে উক্ত ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা গিয়াসউদ্দিন নাঈম। কৃষক ইয়াছিন মিয়া জানান, নতুন জাতের এই আলুতে ফলন বৃদ্ধি পেয়েছে, হেক্টর প্রতি গড় ফলন ৩২.৫ মেট্রিক টন।

উপসহকারী কৃষি কর্মকর্তা গিয়াসউদ্দিন নাঈম জানান, রোগ বালাই কম হয় স্বল্প সময়ে পরিপক্ক হয়ে যায়, কৃষক এই জাত নিয়ে দারুণ আগ্রহী। 

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম লিটন জানান, এই আলুর শুষ্ক পদার্থ ১৮% থাকে,রপ্তানিযোগ্য এই আলু ৮০-৯০ দিনে পরিপক্ক হয়ে যায়। আগামীতে এই আলু সম্প্রসারণের লক্ষ্যে কৃষকদের পরামর্শ এবং উপকরণ সহায়তা দেওয়া হবে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image