
মমিনুল হক রুবেল, নবীনগর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়ন খাগাতুয়া দারুল উলুম মাদ্রাসার এতিম ছাত্রদের সাথে ইফতার করলেন আসন্ন দ্বাদশ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর আসন থেকে সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক আলামিনুল হক আলামিন। রবিবার অত্র মাদ্রাসায় এই ইফতার আয়োজন করা হয়।
অত্র মাদ্রাসার শিক্ষকেরা বলেন,আমাদের মাদ্রাসার এতিম ছাত্রদের নিয়ে একসাথে বসে ইফতার সহ নগদ অর্থ প্রদান করলেন আমাদের নবীনগরের কৃতি সন্তান কেন্দ্রীয় যুবলীগের এর সহ সম্পাদক আলামিনুল হক আলামিন।আমাদের মাদ্রাসার এতিম ছাত্রদের নিয়ে এক সাথে বসে ইফতার করায় ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ প্রদান করায় কেন্দ্রীয় যু্বলীগ নেতা আলামিনুল হক আলামিন ভাই কে ধন্যবাদ জানাচ্ছি।
কেন্দ্রীয় যুবলীগের নেতা আলামিনুল হক আলামিন বলেন,আজকের এই পবিত্র দিনে মাদ্রাসার এতিম ছাত্রদের নিয়ে এক সাথে বসে ইফতার করেছি এবং অসহায় মানুষের মাঝে নগদ অর্থ প্রদান করেছি।আমাদের আশে পাশে যে সকল বৃত্তভান ব্যাক্তিরা রয়েছে তারা যেন এই ভাবে মাদ্রাসার এতিম ছাত্রদের নিয়ে এক সাথে বসে ইফতার করে আমি আহবান করছি।পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের সংসদ আমার নেতা র আ ম উবাইদুল মোক্তাদি চৌধুরির জন্য দোয়া করবেন উনাকে যেন আল্লাহ তাআলা সুস্থ্য রাখেন।আপনারা আমার জন্য ও দোয়া করবেন আমি যেন সব সময় অসহায়দের সহযোগিতা করে যেতে পারি।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: