নিজস্ব প্রতিবেদক : ১২ দলীয় জোটের নেতারা ভারতের নদী আগ্রাসন প্রতিহত করে অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে আন্তর্জাতিক আদালতে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক সমাবেশে তারা এই দাবির পক্ষে যুক্তি তুলে ধরেন।
জোটের মুখপাত্র ও বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেন, "ভারত বাংলাদেশের ৫৪টি অভিন্ন নদীর উজানে একতরফাভাবে বাঁধ নির্মাণ করে আন্তর্জাতিক নদী আইন লঙ্ঘন করেছে। আমাদের সরকারকে এই বিষয়টি আন্তর্জাতিক আদালতে নিয়ে যেতে হবে, যাতে আন্তর্জাতিক আইনে নদী ব্যবস্থাপনার ন্যায্যতা আদায় করা যায়।"
জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা বলেন, "শেখ হাসিনার পরাজয়ের পর ভারত তার প্রভাব ধরে রাখতে চেষ্টা করছে। তারা ফারাক্কা বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের বন্যা পরিস্থিতি আরো খারাপ করেছে। ভারত কখনোই বাংলাদেশের বন্ধু হতে পারেনি।"
সমাবেশে আরও বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব এডভোকেট শাহ আহমেদ বাদলসহ ১২ দলীয় জোটের অন্যান্য নেতৃবৃন্দ। তারা সবাই ভারতের একতরফা পানি নীতির কঠোর সমালোচনা করেন এবং ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানান।
বক্তারা বলেন, "ভারত খরার সময় পানি আটকে রাখে এবং বন্যার সময় বাঁধের স্লুইসগেট খুলে দেয়, যা বাংলাদেশের জন্য বিপজ্জনক। আমাদের সরকারকে আন্তর্জাতিক আদালতে এই বিষয়গুলো তুলে ধরে ন্যায়বিচার আদায় করতে হবে।"
সমাবেশ শেষে প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেয়।
বক্তারা জনগণকে আহ্বান জানান, ভারতের প্রতিটি অবিবেচনাপ্রসূত আচরণের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে থেকে তাদের সাহায্য করতে।
ঢাকানিউজ২৪.কম / জেডএস/সানি
আপনার মতামত লিখুন: