
নিউজ ডেস্ক: ডেঙ্গু নিয়ন্ত্রণে এডিস মশার বংশবিস্তার ঠেকাতে ‘চিরুনি অভিযান’ চালানোর কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।
তিনি বলেছেন, এক জায়গায় গেলে যখন লার্ভা পাই, তিন সপ্তাহ-চার সপ্তাহ পরে গেলেও আবার লার্ভাই পাচ্ছি। সেভাবে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে না। সেজন্য চিরুনি অভিযান যেটা বলে, সেভাবে আমাদের কার্যক্রম চালাব।
মঙ্গলবার (২৭ জুন) জাতীয় ঈদগাহ মাঠের প্রস্তুতি দেখা শেষে সাংবাদিকদের এ কথা জানান মেয়র তাপস।
মশা নিধনে করপোরেশনের নানা ধরনের কার্যক্রম চলছে জানিয়ে তাপস বলেন, ‘আমরা ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম শুরু করেছি। ইতিমধ্যে আমাদের কয়েক হাজার স্থান, আবাসস্থল ও স্থাপনা আমরা পরিদর্শন সম্পন্ন করেছি।’
মেয়র আরও বলেন, ‘মশক নিধনে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম আরো গতিশীল ও বেগবান করব এবং আমরা জরিমানা করব।’
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: