• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

যানবাহন চালকদের আরও সতর্ক হওয়ার আহ্বান জনপ্রশাসন প্রতিমন্ত্রীর


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ, ১২:১৬ পিএম
যানবাহন চালকদের সতর্কতার আহ্বান
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

নিউজ ডেস্ক : রাস্তায় চলাচলের সময় যানবাহন চালকদের আরো সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। ১৩ জুলাই মেহেরপুরের জেলা প্রশাসনের কনফারেন্স রুমে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে প্রতিমন্ত্রী এ আহ্বান জানান।

প্রতিমন্ত্রী বলেন, অনেক সময় চালকরা অসতর্কভাবে গাড়ি চালান। ফলে দুর্ঘটনার সম্মুখীন হতে হয়। এছাড়া কিছু কিছু মোটরবাইক চালক বেপরোয়াভাবে গাড়ি চালান, যা তাদের নিজেদের এবং অন্যান্য যানবাহন ও পথচারীদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়ায়। তাই মোটরবাইকসহ অন্যান্য যানবাহন চালকদের আরো সতর্কভাবে গাড়ি চালাতে হবে।

এর আগে প্রতিমন্ত্রী জেলা প্রশাসনের কার্যালয়ে  বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন করেন। এসময় তিনি রূপকল্প ২০৪১ এর অগ্রযাত্রায় মেহেরপুর (Meherpur in 2041) শীর্ষক গ্যালারির উদ্বোধন করেন।

জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় স্থাপিত গ্যালারিতে জেলা ব্র্যান্ডিং, বঙ্গবন্ধু কর্নার, মুক্তিযুদ্ধ কর্নার, পর্যটনে মেহেরপুর শীর্ষক ফটো গ্যালারির পাশাপাশি রয়েছে ড্রিম ট্রাজেক্টরি যাতে ২০৩০, ২০৪১, ২০৭১ ও ২১০০ সালের স্বপ্নের সোনার বাংলাদেশকে তুলে ধরা হয়েছে। এছাড়া দ্বিতীয় তলায় স্থাপিত ডিজিটাল স্মার্ট মিডিয়ার মাধ্যমে রূপকল্প-২০৪১ এর অগ্রযাত্রায় মেহেরপুরের স্বাস্থ্য, শিক্ষা, কৃষি খাতকে ফুটিয়ে তোলা হবে।

জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হুদা ও অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম-সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image