• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ; ০৮ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

রাণীশংকৈলে ২১শে আগস্ট নেতাকর্মীদের স্মরণে আলোচনা ও মিলাদ 


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ২২ আগষ্ট, ২০২১ খ্রিস্টাব্দ, ০১:৩৮ পিএম
২১শে আগস্ট নেতাকর্মীদের স্মরণে আলোচনা সভা
আলোচনা ও মিলাদের ছবি

হুমায়ুন কবির, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধি: ২০০৪ সালের ২১শে আগষ্ট বিভীষিকাময় নৃশংস হত্যাযজ্ঞের ভয়াল দিন। ১৭ বছর আগে রাজধানী ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে আ.লীগ কার্যালয়ের সম্মুখে ঘাতকদের ছোঁড়া গ্রেনেড হামলায় বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমান সহ ২৪ জনের প্রাণহানী ঘটে এবং ৩০০শ’রও বেশী লোক আহত হয়।

শক্তিশালী গ্রেনেড বিস্ফোরনে প্রকম্পিত হয়ে ওঠে ঢাকার রাজপথ, মানুষের আর্তনাদে বিভীষিকাময়ে পরিণত হয় বঙ্গবন্ধু এভিনিউ। সেদিনকার সেই ভয়ানক গ্রেনেড হামলায় স্প্লিন্টারের আঘাতে এখনও মানুষ ক্ষত-বিক্ষত শরীর নিয়ে পঙ্গুত্ব জীবণ বরণ করে চলেছেন।

সন্ত্রাসবিরোধী রাজনৈতিক ঐ সমাবেশে গ্রেনেড হামলায় আক্রান্ত হন স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু’র কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহিলা লীগ সভানেত্রী আইভী রহমান সহ ২৪ নেতা-কর্মীর মৃত্যু স্মরণে রাণীশংকৈল উপজেলা আ'লীগের আয়োজনে এক আলোচনা ও মিলাদ অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে ২১ আগস্ট শনিবার বিকালে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে আ'লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হকের সভাপতিত্বে স্মরণ সভায় সভাপতি ছাড়াও বক্তব্য রাখেন- আ'লীগ সহ-সভাপতি জোবায়দুর রহমান,আ'লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দীন, যুগ্ন সাধারণ সম্পাদক আহম্মদ হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, আ'লীগ সদস্য ও ভাইস চেয়ারম্যান সোহেল রানা,পৌর আ'লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান প্রমুখ।

আরও বক্তব্য দেন, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি  অধ্যাপক আনোয়ারুল ইসলাম,উপজেলা আ'লীগ নেতা অধ্যক্ষ আজহারুল ইসলাম, প্রভাষক মোঃ আব্দুল মোমিন, প্রভাষক আশরাফ আলী, রেজাউল করিম, এ্যাডভোকেট শেখ ফরিদ, যুবলীগ নেতা নওরোজ পারভেজ মেনন, স্বেচ্ছাসেবক লীগ নেতা জাকারিয়া হাবিব ডন, ছাত্রলীগ নেতা এরিন জাবেদ জয় প্রমুখ।

এ ছাড়াও স্মরণসভায় আ'লীগসহ তার অঙ্গসংগঠনের বিভিন্ন উপজেলা, পৌরসভা এবং ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা শোকাবহ আগস্ট মাসের শোককে শক্তিতে পরিণত করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

পরে ২১ আগস্টে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

ঢাকানিউজ২৪.কম / হুমায়ুন কবির

আরো পড়ুন

banner image
banner image