• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে ডেরেক শোলে


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ১৫ ফেরুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১:৪১ এএম
সৌজন্য সাক্ষাতে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর জ্যেষ্ঠ উপদেষ্টা ডেরেক শোলে

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর জ্যেষ্ঠ উপদেষ্টা ডেরেক শোলে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে গণভবনে এ সাক্ষাৎ করেন তিনি। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান জাহিদ তুষার বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দুদিনের সফরে ঢাকায় পৌঁছান ডেরেক শোলে। তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

সফরকালে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং ডেরেক শোলে প্রাতরাশ বৈঠকে বসবেন। তাতে দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়ের পাশাপাশি রোহিঙ্গা ইস্যুটি গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে।

সেইসঙ্গে, পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষৎ ছাড়াও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে শোলের।

মার্কিন এ জ্যেষ্ঠ কর্মকর্তার সফরের মধ্যদিয়ে দুদেশের সম্পর্ক আরও গভীর হবে বলে মনে করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image