• ঢাকা
  • সোমবার, ১৩ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ; ২৭ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

কানাডা থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশের ব্রিজ বন্ধ করেছে ট্রাকচালকরা


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ০৯ ফেরুয়ারী, ২০২২ খ্রিস্টাব্দ, ০২:১২ পিএম
কানাডা থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশের ব্রিজ বন্ধ
বিক্ষোভকারী ট্রাকচালকরা

আন্তর্জাতিক ডেস্ক: টিকাবিরোধী বিক্ষোভকারী ট্রাকচালকরা কানাডা থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশের একটি ব্রিজ বন্ধ করে দিয়েছে।

ট্রাকচালকদের টিকাবিরোধী বিক্ষোভ অটোয়া থেকে ছড়িয়ে পড়েছে অন্যান্য শহরেও। সোমবার কানাডার উইন্ডসর থেকে যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট শহরে সংযোগকারী অ্যাম্বাসেডর ব্রিজ বন্ধ করে দেয় ট্রাকচালকরা। এসময় অন্তত ২৩ জনকে আটক করে পুলিশ।  

কানাডার ৭৫ শতাংশ রপ্তানি পণ্য যুক্তরাষ্ট্রে পাঠানো হয় এই ব্রিজ দিয়ে। এর ওপর দিয়ে প্রতিদিন প্রায় ৮ হাজার ট্রাক চলাচল করে। বিক্ষোভকারীরা ব্রিজ বন্ধ করে দেয়ায় যানবাহনের দীর্ঘ লাইন দেখা দিয়েছে ব্রিজজুড়ে। ব্যাহত হচ্ছে পণ্য পরিবহণ।  সংকট নিরসনে কানাডা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি।  

এছাড়া অ্যালবার্টার কুটস শহরের একটি সীমান্ত ক্রসিংও বন্ধ করেছে বিক্ষোভকারীরা।  

বেশিরভাগ সময় শান্তিপূর্ণ বিক্ষোভ হলেও বেশ কিছু জায়গায় বিদ্বেষমূলক কর্মকাণ্ড এবং ভবনে ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে বোমা হামলার হুমকি দেয়ায় উদ্বেগ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। প্রায় ৮০টি অপরাধমূলক কর্মকাণ্ডের তদন্ত শুরু করেছে পুলিশ। নিরাপত্তা বাড়াতে কানাডার ফেডারেল সরকারকে প্রায় ২ হাজার অতিরিক্ত পুলিশ মোতায়েনের অনুরোধ জানিয়েছেন অটোয়ার মেয়র।

প্রতিবাদে অংশ নেয়া চার শতাধিক ট্রাকের এক চতুর্থাংশে শিশু রয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।  ঠাণ্ডা, শব্দদূষণ, কার্বন মনোক্সাইডের ঝুঁকি এবং পর্যাপ্ত স্যানিটেশন সুবিধা না থাকায় এই শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পুলিশ।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image