• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

হিলিতে ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ০১:২৬ পিএম
ধান সংগ্রহ অভিযান
ধান সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠান

হিলি প্রতিনিধি:  দিনাজপুরের হিলিতে চলতি বোরো মৌসুমে ন্যায্য মুল্যে কৃষকদের নিকট থেকে ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে খাদ্যগুদাম চত্বরে উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম ফিতা কেটে এই সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন।  একজন কৃষকের নিকট থেকে ১টন ধান ক্রয়ের মাধ্যমে এই সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়।

এসময় পৌরমেয়র জামিল হোসেন,ভাইসচেয়ারম্যান শাহিনুর রেজা, হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের জন সংযোগ কর্মকর্তা সোহরাফ হোসেন মল্লিক প্রতাপ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোস্তাফিজুর রহমান, খাদ্যগুদাম কর্মকর্তা জোসেফ হাসদা ও খলিলুর রহমানসহ অনেকেই উপস্থিত ছিলেন।

হিলি খাদ্যগুদাম কর্মকর্তা জোসেফ হাসদা বলেন, চলতি মৌসুমে হিলি খাদ্যগুদামে কৃষকদের নিকট থেকে ৯৭৪টন ধান সংগ্রহ করা হবে। প্রতি কেজি ধান ২৭টাকা কেজি দরে ক্রয় করা হবে। আজ থেকে শুরু হয়ে ৩১শে আগষ্ট পর্যন্ত এই সংগ্রহ অভিযান চলবে।

 

ঢাকানিউজ২৪.কম / মোঃ লুৎফর রহমান/কেএন

আরো পড়ুন

banner image
banner image