
মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পাতিলাসাঙ্গন কেন্দ্রে ভোটের আগের রাতে নৌকা প্রার্থীর পক্ষে ও কয়েক জন ইউপি সদস্যের পক্ষে ৩৫০ ব্যালট অবৈধভাবে সিল মেরে ব্যালট বক্সে প্রবেশ করা হয়।
এ ঘটনায় প্রার্থীদের মধ্যে উত্তেজনা দেখা দিলে আইনশৃংখলা বাহিনী পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরে কেন্দ্রের প্রিজাইডিং অফিসারসহ স্থানীয় প্রশাসনের সহযোগিতায় সেই জাল ভোটগুলো ছিঁড়ে ফেলা হয়। প্রার্থীদের সমঝোতায় ১ ঘন্টা পর সকাল ৯ টায় ভোট শুরু হয়।
প্রিজাইডিং অফিসার পিনাল কান্তি ঘোষ জানান, বিষয়টি সমাধান হয়ে গেছে। তবে ভোট শুরু হয় ১ ঘন্টা পর।
জুড়ি উপজেলার দ্বিতীয় ধাপে ৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২১ জন, সাধারণ সদস্য ২০২ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য ৫২ জন সহ মোট ২৭৫ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। উপজেলার ৫টি ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ৯২ হাজার ৮ শত ৮১ জন। ভোট কেন্দ্র রয়েছে ৪৯টি।
শান্তি পূর্ণভাবে ভোট গ্রহণের জন্য প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্য নিয়োজিত রয়েছে। এছাড়া র্যাব, বিজিবি স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছে নির্বাচনী এলাকায়
ঢাকানিউজ২৪.কম / মো জহিরুল ইসলাম
আপনার মতামত লিখুন: