• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

খাগড়াছড়িতে পদ্মা সেতু উদ্ভোধন উপলক্ষে প্রার্থনা ও খাবার বিতরন


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ২২ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ০৩:২০ পিএম
পদ্মা সেতু উদ্ভোধন উপলক্ষে প্রার্থনা
পদ্মা সেতু উপলক্ষে প্রার্থনা

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে জেলা প্রসাশনের সহযোগিতায় স্বপ্নের পদ্মা  সেতু উদ্ভোধন উপলক্ষে খাগড়াছড়িতে  প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সড়ক পরিবহন ও সেতু বিভাগের সংশ্লিষ্ট সকলের সুস্বাস্থ্য- দীর্ঘায়ু কামনায় সমবেত প্রার্থনা এবং খাবার বিতরণ করা হয়েছে।

খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের আয়োজনে জেলা প্রসাশনের সহযোগীতায়  ২১ জুন (মঙ্গলবার) সকালে খাগড়াছড়ি  জেলা সদরের পান খাইয়া পাড়াস্থ ধর্মরাজিক বৌদ্ধ বিহারের হলরুমে  এবং শ্রীশ্রী লোকনাথ মন্দিরে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান ধর্মীয় আলোচক ছিলেন ধর্মরাজিক বৌদ্ধ বিহারের বিহারধ্যাক্ষ প্রজ্ঞাবংশ মহাথের ভান্তে।

অনুষ্ঠানে স্বপ্নের পদ্মা সেতু উপলক্ষে প্রধান মন্ত্রী শেখ হাসিনাসহ সকলের সুস্বাস্থ্য- দীর্ঘায়ু  ও বন্যাসহ সকল প্রাকৃতিক দুর্যোগ  থেকে মুক্তির জন্য মঙ্গল কামনা করে, স্বপ্নের সেতু যেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা সুন্দর ভাবে উদ্ভোধন করতে পারেন সে জন্য সমবেত প্রার্থনা করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়নে সদস্য মংসাপ্রু মারমা, রূপায়ন তালুকদার, রিপন সরকার ও শংকর চৌধুরী।
অনুষ্ঠানে এলাকার সনাতনী ও বৌদ্ধ ধর্মালম্বী নর- নারীরা উপস্থিত ছিলেন।

ঢাকানিউজ২৪.কম / রিপন সরকার/কেএন

আরো পড়ুন

banner image
banner image