• ঢাকা
  • শনিবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

 পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চালু


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ০৪ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৭:৪৭ পিএম
মাওয়া থেকে ভাঙ্গা জংশনে ফিরে আসে
ট্রায়াল স্পেশাল ট্রেন

নিউজ ডেস্ক:  পদ্মা নদীতে নির্মিত সেতুতে পরীক্ষামূলক ট্রেন চালু। এই ট্রেনের প্রথম যাত্রী হিসেবে পদ্মা সেতু পার হচ্ছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। 

মঙ্গলবার দুপুর ১২টায় একটি গ্যাং কার (পরিদর্শন ট্রেন) ভাঙ্গা থেকে মাওয়ার উদ্দেশে যাত্রা করে। এর পর ছয় বগির একটি ট্রেন পদ্মা সেতু হয়ে মাওয়ায় যাচ্ছে। ট্রেনটি আবার সেতু পার হয়ে মাওয়া থেকে ভাঙ্গা জংশনে ফিরে আসে।

ভাঙ্গা রেলওয়ে জংশনে উদ্বোধন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। এ সময় উপস্থিত ছিলেন সংসদের চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরী লিটন।

গত বছরের ২৫ জুন দ্বিতল পদ্মা সেতুর আপার ডেকে (ওপরতলা) যান চলাচল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ২০ আগস্ট ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুর লোয়ার ডেকে (নিচতলা) রেললাইন স্থাপনের কাজ শুরু হয়। প্রকল্প পরিচালক জানিয়েছেন, ৩১ মার্চ সেতুতে স্লিপার ঢালাইয়ের মাধ্যমে ব্যালাস্টলেস (পাথরবিহীন) রেললাইন নির্মাণকাজ সম্পন্ন হয়েছে।

আগামী সেপ্টেম্বরে ঢাকার কমলাপুর থেকে মাওয়া, পদ্মা সেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালাতে চায় রেলওয়ে।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image