নিজস্ব প্রতিবেদক : সরকার পদত্যাগের এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সর্বাত্মক অসহযোগ আন্দোলন রোববার শুরু হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সংঘর্ষের পর গুলিবিদ্ধ অবস্থায় ৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধসহ ২২৭ জন আহত হয়েছে, যাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৬৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের মধ্যে রয়েছেন সাইন্সল্যাবে হাবিবুল্লাহ বাহার কলেজের বিবিএ'র ২১-২২ সেশনের শিক্ষার্থী আব্দুল্লাহ সিদ্দিকী (২২), ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রমিজ উদ্দিন (২৮), ফার্মগেট থেকে মহাখালী ডিওএইচএস-এর অফিস সহায়ক তাহিদুল ইসলাম (২২), শাহবাগে ছুরিকাঘাতে নিহত এক অজ্ঞাত বৃদ্ধ (৬৫), যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ ভ্যানচালক রিয়াজউদ্দৌলা (৩২), জিগাতলায় এক অজ্ঞাত কিশোর (১৪), একজন অজ্ঞাত যুবক (২৫) এবং মোঃ রেজাউল তালুকদার (৩৬)।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "জরুরি বিভাগে শিক্ষার্থীসহ সাতজন নিহত হয়েছে। আহত ২২৭ জনের মধ্যে ৬৭ জনকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে।"
ঢাকানিউজ২৪.কম / জেডএস/সানি
আপনার মতামত লিখুন: