• ঢাকা
  • বৃহস্পতিবার, ৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ১৮ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

অস্ত্র-গুলিসহ ৪ রোহিঙ্গা সন্ত্রাসী আটক


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ০৫ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৬:০৬ পিএম
রোহিঙ্গা শীর্ষ সন্ত্রাসী শফি
আটককৃত রোহিঙ্গা শীর্ষ সন্ত্রাসী শফি

ডেস্ক নিউজ

ক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পের শীর্ষ সন্ত্রাসী মো. শফিসহ চারজনকে আটক করেছে এপিবিএন।

বৃহস্পতিবার ভোরে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র-গুলি উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের বাসিন্দা দিল মোহাম্মদের ছেলে শীর্ষ সন্ত্রাসী মো. শফি তার সহযোগী নুরুল আমিন, ওমর ফয়সাল এবং মেহের খাতুন মিন্নি।

টেকনাফের ১৬-এপিবিএন এর পুলিশ সুপার মো. জামাল পাশা বলেন, ক্যাম্পে শীর্ষ সন্ত্রাসীরা অবস্থান করছে এই খবরে ঐ এলাকায় অভিযান চালায় এপিবিএন এর একটি দল। এ সময় পালানোর চেষ্টা করলে শীর্ষ সন্ত্রাসী শফিকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুসারে ক্যাম্প থেকে একটি ওয়ানশুটার এলজি একনলা বন্দুক এবং দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে থানায় হত্যা ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া ক্যাম্পের ত্রাস সালমান শাহ গ্রুপের অন্যতম সদস্য ছিলেন শফি।

তিনি আরো বলেন, আটক শফিকে নিয়ে আসার সময় ছিনিয়ে নেয়ার চেষ্টার সময় তার তিন সহযোগীকে আটক করা হয়। তাদের সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।

ঢাকানিউজ২৪.কম / এম আর

আরো পড়ুন

banner image
banner image