• ঢাকা
  • সোমবার, ২৫ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ; ০৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

চিকিৎসকদের উপর হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আশ্বাস, শাটডাউন স্থগিত


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ০১ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৬:১৪ পিএম
চিকিৎসকদের, উপর হামলাকারীদের, ২৪ ঘণ্টার, মধ্যে গ্রেফতারের আশ্বাস, সাটডাউন, স্থগিত
চিকিৎসকদের সঙ্গে বৈঠক শেষে ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আসাদুজ্জামান।

নিজস্ব প্রতিবেদক : চিকিৎসকদের উপর হামলার ঘটনায় অভিযুক্তদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম। এই আশ্বাসের ভিত্তিতে চিকিৎসকরা তাদের পূর্বঘোষিত কমপ্লিট সাটডাউন কর্মসূচি স্থগিত করেছেন। 

রোববার (০১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আসাদুজ্জামান চিকিৎসকদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন। ইতোমধ্যে চিকিৎসকদের নিরাপত্তায় ঢাকা মেডিকেলে দুই প্ল্যাটুন বিজিবিও মোতায়েন করা হয়েছে।

তিনি জানান, এখন আর পুরোপুরি শাটডাউন থাকবে না। চিকিৎসকরা এখন থেকে কাজে ফিরবেন। প্রথমে জরুরি সেবায় কাজ শুরু করবেন এবং পরে ধীরে ধীরে সব বিভাগে সকলে কাজে যুক্ত হবেন।

উল্লেখ্য, গত শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের অবহেলার অভিযোগে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস টেকনোলজির (বিইউবিটি) শিক্ষার্থী আহসানুল হক দীপ্তর মৃত্যুর পর ঢামেক হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের তিন চিকিৎসককে মারধর করা হয়। এছাড়াও, মধ্যরাতে খিলগাঁওয়ের সিপাহীবাগ এলাকায় সংঘর্ষে আহতরা হাসপাতালে চিকিৎসা নিতে এলে আরও একটি গ্রুপ চাপাতিসহ জরুরি বিভাগে ঢুকে যায়। এ সময় চারজনকে হাতেনাতে আটক করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

পরে অন্য একটি রোগীর মৃত্যুর ঘটনায় হাসপাতালের জরুরি বিভাগের ওয়ানস্টপ ইমার্জেন্সি সেন্টারে ভাঙচুর চালায় রোগীর স্বজনরা, যার ফলে নিরাপত্তা শঙ্কায় জরুরি বিভাগের কার্যক্রম বন্ধ করে দেন চিকিৎসকরা। এসব ঘটনার প্রেক্ষিতে আলটিমেটামের ২৪ ঘণ্টা শেষ হওয়ার আগেই চিকিৎসকরা কর্মবিরতিতে যান।

 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের তিন চিকিৎসকের ওপর হামলা এবং ভাঙচুরের ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় বিইউবিটির এক শিক্ষকসহ তিন শিক্ষার্থীকে আসামি করা হয়েছে এবং আরও ৪০-৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। রোববার (১ সেপ্টেম্বর) ঢামেক হাসপাতালের অফিস সহায়ক আমির হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

 

রোববার দুপুরে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত, দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং হাসপাতালে সেনাবাহিনী মোতায়েন না হওয়া পর্যন্ত সারা দেশের সব হাসপাতালে অনির্দিষ্টকালের জন্য ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করা হয়। একই দিন বিকেলে ঢামেক হাসপাতালের প্রশাসনিক ব্লকে চিকিৎসকদের সঙ্গে এক সভায় তাদের চার দফা দাবি উপস্থাপন করা হয়। বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্ভিস আলম চিকিৎসকদের দাবিগুলোকে যৌক্তিক বলে অভিহিত করেন এবং তাদের দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দেন।

স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দোষীদের দ্রুত গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন। তার আশ্বাসে চিকিৎসকরা তাদের কর্মবিরতি সাময়িকভাবে স্থগিত করেন, তবে দাবি পূরণ না হলে পুনরায় কঠোর কর্মসূচি নেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

চিকিৎসকরা ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমও পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং চিকিৎসক সমাজের আস্থা ফিরিয়ে আনতে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।

 

ঢাকানিউজ২৪.কম / জেডএস/সানি

আরো পড়ুন

banner image
banner image