• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ব্রিকস সম্মেলনে সম্পর্ক জোরদারের আহ্বান: পুতিন


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ২৪ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ০৩:৫৬ পিএম
ব্রিকসের মধ্যে সম্পর্ক জোরদারের আহ্বান
রুশ প্রেসিডেন্ট ভদ্মাদিমির পুতিন

নিউজ ডেস্ক:   চীন, ভারতসহ পাঁচটি দেশের ব্রিকসের মধ্যে সম্পর্ক জোরদারের আহ্বান জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভদ্মাদিমির পুতিন।

তিনি বলেন, চীন ও ভারতের মধ্যে বাণিজ্য সম্পর্ক প্রতিনিয়ত বাড়ছে। এদিকে, ইউক্রেনে সামরিক অভিযানকে কেন্দ্র করে রাশিয়ার বিরুদ্ধে আরোপ করা যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের নিষেধাজ্ঞা বুমেরাং হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ১৪তম ব্রিকস সম্মেলনের আগে বিজনেস ফোরামে দেওয়া ভাষণে বুধবার এসব কথা বলেন দুই নেতা। খবর এনডিটিভির।

ভূ-রাজনৈতিক শৃঙ্খলায় বড় পরিবর্তনের মধ্যে ব্রিকস গ্রুপের দেশের নেতারা এ বছর সম্মেলনে মিলিত হচ্ছেন। পাঁচ দেশের নামের প্রথম অক্ষর নিয়ে নামকরণ করা গ্রুপটির সদস্য দেশগুলো হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা। বৃহস্পতিবার বার্ষিক সম্মেলনে মিলিত হয়েছেন জোটের নেতারা। দুই দিনব্যাপী এটির শীর্ষ সম্মেলন বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সভাপতিত্বে ভার্চুয়ালি শুরু হয়।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image