• ঢাকা
  • শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

জন্মনিবন্ধনে সিটি করপোরেশনের মধ্যে ময়মনসিংহ প্রথম


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ০১:৫৪ পিএম
জন্মনিবন্ধনে সিটি করপোরেশনের মধ্যে ময়মনসিংহ প্রথম
জন্মনিবন্ধনে ময়মনসিংহ প্রথম

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ: জন্মনিবন্ধন কাজে দেশের ১২ সিটি করপোরেশনের মধ্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশন ১ম স্থান অধিকার করেছে। ২৩ মে বেলা ১১ টায় জন্ম নিবন্ধন অধিদপ্তরের রেজিস্ট্রার জেনারেল পলাশ কান্তি বালা (যুগ্ম সচিব)  এর সভাপতিত্বে অনুষ্ঠিত জুম মিটিংয়ের মাধ্যমে  প্রকাশিত তথ্য থেকে এ তথ্য জানা গেছে।

ময়মনসিংহ সিটি করপোরেশনের খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার জানান, ময়মনসিংহ সিটি কর্পোরেশনে যারা জন্ম নিবন্ধনের জন্য আবেদন করেছেন এসব আবেদনের মধ্যে মাত্র ৭ হাজার  একশত আবেদন নিবন্ধন প্রাপ্তির অপেক্ষায় রয়েছে।

 সূত্র জানায়, ঝুলে থাকা আবেদনের মধ্যে অনেক আবেদনে তথ্য ভুল থাকা এবং অনেকে আবেদন করে আর কোন যোগাযোগ না করার কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সূত্র মতে মাত্র ৪০০ থেকে ৫০০ আবেদনের জন্ম নিবন্ধনের অপেক্ষায় রয়েছে ।

ঢাকানিউজ২৪.কম / মো. নজরুল ইসলাম/কেএন

আরো পড়ুন

banner image
banner image