আন্তর্জাতিক ডেস্ক : উত্তর মেক্সিকোতে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের চারজন কর্মকর্তা আহত হয়েছেন।
মঙ্গলবার কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নুয়েভো লিওন ও তামাউলিপাস রাজ্যের মধ্যে একটি মহাসড়কের পাশে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালালে সোমবার এই সংঘর্ষের ঘটনা ঘটে।
নুয়েভো লিওন পাবলিক সিকিউরিটি সেক্রেটারি জেরার্ডো প্যালাসিওস ফেসবুকে লিখেছেন, তিনটি সাঁজোয়া ট্রাককে লক্ষ্য করে গুলি চালানো হলে এই হতাহতের ঘটনা ঘটে।
২০০৬ সালে সরকারের বিতর্কিত মাদকবিরোধী অভিযান শুরুর পর থেকে মেক্সিকোতে তিন লাখ ৪০ হাজারের বেশি হত্যার ঘটনা ঘটেছে। এ সময় প্রায় এক লাখ মানুষ নিখোঁজ হয়েছেন।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: