
নিউজ ডেস্ক: সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ও আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আব্দুল বাসেত মজুমদার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার সকাল আটটার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আব্দুল বাসেত মজুমদারের ছেলে অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা তার বাবার মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন। দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছিলেন ৮৩ বছর বয়সী আব্দুল বাসেত মজুমদার। শারীরিক অবস্থা খারাপ হওয়ায় গত সোমবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
সাঈদ আরও জানান, বুধবার বাদ জোহর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আব্দুল বাসেত মজুমদারের নামাজে জানাযা শেষে তার গ্রামের বাড়ি কুমিল্লার লাকসামে নিয়ে যাওয়া হবে। সেখানেই তার দাফন সম্পন্ন হবে।
আব্দুল বাসেত মজুমদার ১৯৩৮ সালের ১ জানুয়ারি কুমিল্লার লাকসামে জন্মগ্রহণ করেন। তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: