• ঢাকা
  • সোমবার, ২০ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ; ০৪ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

অরুণাচল বিতর্কে চীন সফর বাতিল করলেন ভারতের ক্রীড়ামন্ত্রী


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৪:৫৭ পিএম
অনুরাগ
ভারতের তথ্য সম্প্রচার ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর

নিউজ ডেস্ক: ১৯তম এশিয়ান গেমস অনুষ্ঠিত হচ্ছে চীনের হাংজুতে। সেখানে তিন ভারতীয় অ্যাথলেটকে ভিসা দেয়নি চীন। এতে ক্ষুব্ধ হয়ে ভারতের সম্প্রচার ও ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর তার চীন যাত্রা বাতিল করেছেন। শুক্রবার তার চীন যাবা কথা ছিল।

চীনের যাদের ভিসা দেয়নি তারা ভারতের অরুণাচল প্রদেশের বাসিন্দা। ওশু দলের খেলোয়াড়।  চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, ওই তিন খেলোয়াড় বৈধ নথি সরবরাহ করেনি। তারা নিজেদের যে ঠিকানা দিয়েছে সেটার নাম শি জাং যা দক্ষিণ তিব্বতের একটি অংশ। অরুণাচল প্রদেশ নামে কোনো স্থান তারা চেনে না।

ভারত চীনের এই সিদ্ধান্তের কড়া প্রতিবাদ জানায়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী বলেন, চীন যা করল তার গেমসের স্পিরিটের সঙ্গে যায় না। এটা নিয়মের লঙ্ঘন। প্রতিটি খেলোয়াড়কে তার বাসস্থানের উপর ভিত্তি করে ভিসা দেওয়ার রীতি শুদ্ধ কোনো চর্চা হতে পারে না।  

 ভারত এ বিষয়ে গেমস আয়োজকদের সঙ্গে কথা বলবে। পাশাপাশি প্রশ্নটি তারা এশিয়ার ওলিম্পিক কাউন্সিলেও তুলবে। এদিকে চীনের ওশু টিমের এক সূত্র বলছে দ্রুত এই সমস্যার সমাধান হয়ে যাবে।

প্রসঙ্গত ওশু টিমের বাকী সদস্যার চীনের উদ্দেশে রওনা হয়ে গেছে।  

ঢাকানিউজ২৪.কম / এসডি

আরো পড়ুন

banner image
banner image