
নিউজ ডেস্ক: সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন নির্বাচন কমিশন। আজ মঙ্গলবার (১ মার্চ) সকাল ১০টার দিকে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন তারা।
এসময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে উপস্থিত ছিলেন ছিলেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা এমিলি, আহসান হাবীব খান, মো. আলমগীর এবং আনিছুর রহমান।
শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নিরবতা পালন করেন তারা। পরে পরিদর্শন বইয়ে স্বাক্ষর শেষে সাড়ে ১০টার দিকে ঢাকা উদ্দেশে রওনা হন তারা।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: