
নিউজ ডেস্ক: মানেকা গান্ধির বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা করেছে ইসকন(ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাশনেস)।। শুক্রবার ইসকনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। ইসকন বলেছে, সম্প্রতি মানেকা গান্ধি ইসকনের গোশালা নিয়ে যে মন্তব্য করেছে তা অসত্য। এতে ইসকনের মানহানি হয়েছে।
মানেক গান্ধি গত বুধবার বলেছিল তিনি অন্দ্র প্রদেশের ইসকন পরিচালিত অনন্তপুরের একটি গোশালায় যান। সেখানে কোনো গরু দেখতে না পেয়ে তিনি বলেন, ইসকন কসাইদের কাছে গরু বিক্রি করে দিয়েছে। তিনি বলেন, ইসকন এভাবেই সরকারের কাছ থেকে গোশালা খোলার অনুমতি নেয়, পরে সেখানে আর গরু থাকে না। গরুগুলোকে বিক্রি করে দেয়। তার এ কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল আকারে ছড়িয়ে পড়ে।
মানেকা গান্ধি উত্তর প্রদেশের সুলতান পুর থেকে নির্বাচিত বিজেপি এমপি। তিনি একজন পশুরক্ষা আন্দোলন কর্মী।
মানেকা গান্ধির অভিযোগ সম্পর্কে ইসকনের মুখপাত্র যুধিষ্ঠির গোবিন্দ দাস বলেন, ইসকন সারা বিশ্বে গাভী ও ষাড়ের সুরক্ষা দিয়ে থাকে। মানেকা গান্ধি ইসকনের একজন শুভাকাংক্ষী তিনি কীভাবে এমন অভিযোগ করতে পারেন তা হতাশ করেছে তাদের।
ঢাকানিউজ২৪.কম / এসডি
আপনার মতামত লিখুন: