• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ; ০৮ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

নাটোরে শংকর গোবিন্দ চৌধুরীর ২৬তম প্রয়াণ দিবস পালিত


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ, ০১:৩৮ পিএম
শংকর গোবিন্দ চৌধুরীর ২৬তম প্রয়াণ দিবস পালিত
শ্রদ্ধার্ঘ্য অর্পণ

মোঃ আবু জাফর সিদ্দিকী, নাটোর প্রতিনিধি: নাটোরের অবিসংবাদিত নেতা শংকর গোবিন্দ চৌধুরীর ২৬তম প্রয়াণ দিবস পালিত হয়েছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে শহরের নীচাবাজারস্থ নিজ বাসভবনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পমাল্য সহ শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়।

শ্রদ্ধা নিবেদন করেন (নাটোর-নওগাঁ)সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রত্না আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান এড.সাজেদুর রহমান খান, শংকর গোবিন্দ চৌধুরী মেয়ে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এড. মালেক শেখ, পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি এড.প্রসাদ তালুকদার, শিক্ষাবিদ অধ্যাপক সুবীধ মৈত্র অলক, প্রেসক্লাবের সভাপতি জালাল আহমেদ, বিপ্রবেলঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন, ছাতনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি অপুর্ব চক্রবর্তীসহ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পরে সোমবার সকাল ৮টার দিকে সদর উপজেলার ছাতনী মহাশ্মশানে তার বেদিতে শ্রদ্ধা নিবেদন পবিত্র গীতা পাঠ, তার বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ১৯৯৫ সালের এই দিনে নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক গভর্নর, সাবেক সংসদ সদস্য, সাবেক পৌর চেয়ারম্যান স্বাধীনতা পদক প্রাপ্ত শংকর গোবিন্দ চৌধুরী পরলোকগমন করেন।

ঢাকানিউজ২৪.কম / মোঃ আবু জাফর সিদ্দিকী

আরো পড়ুন

banner image
banner image