• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

কঠিন চাপে দারুণ ইনিংস খেলে প্রশংসিত মুশফিক


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ০৩:০৬ পিএম
মুশফিক ২৭২ রানের রেকর্ড জুটি গড়েন লিটনকে সঙ্গে নিয়ে।
১৭৫ রানের ইনিংস খেলার পথে মুশফিক

ডেস্ক রির্পোটার;   ধ্বংস্তূপের মাঝে দেয়াল হয়ে রইলো কেবল মুশফিকুর রহিম ও লিটন দাস জুটি। দ্বিতীয় টেস্টে তাদের রেকর্ড ৬ষ্ঠ উইকেট জুটিতে  লিটন ১৪১ রানে আউট হলেও মুশফিক ডাবল সেঞ্চুরির পথেই এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু সঙ্গীর অভাবে ১৭৫ রানে ড্রেসিংরুমে ফিরতে হয় উইকেট কিপার এই ব্যাটারকে।

কঠিন চাপের মুখে দারুণ এই ইনিংস খেলে প্রশংসিত হচ্ছেন মুশফিক।

১৭৫ রানের ইনিংস খেলার পথে মুশফিক ২৭২ রানের রেকর্ড জুটি গড়েন লিটনকে সঙ্গে নিয়ে। ৩৫৫ বলে ২১ চারে মুশফিক নিজের ইনিংসটি সাজিয়েছেন। এই জুটি গড়ার পথে দারুণ একটি রেকর্ডও গড়েছেন। ৫ ব্যাটার রানের খাতা না খুলে আউট হওয়ার পর কোনও ব্যাটারের এটাই সর্বোচ্চ রানের ইনিংস! কঠিন এই চাপ জয় করে মুশফিক বলেছেন, ‘সত্যি বলতে আমি এই ধরনের চ্যালেঞ্জ উপভোগ করি। বিশেষ করে দল যখন আমার থেকে রান প্রত্যাশা করে। জানতাম এক ঘণ্টা পর উইকেট খেলার মতো হয়ে যাবে। জানতাম টিকে থাকলে রান আসবে। এজন্য বেসিক ক্রিকেটে মনোযোগ দিয়েছি। আমরা জানতাম, একটা ৫০ রানের বেশি জুটি হলে ভালো করতে পারবো।’

মঙ্গলবার সকালে দারুণ শুরু করেছিলেন লিটনও। কিন্তু ১৪১ রানে থামতে হয়েছে এই ব্যাটারকে। লিটনের প্রশংসা করে মুশফিক বলেছেন, ‘যেটা আমরা প্রথম ঘণ্টায় পারিনি। লিটন পুরো ইনিংসটি খুব ভালোভাবে সাজিয়েছে। এক-দেড় বছরে লিটন অসাধারণ ফর্মে আছে।’

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image