• ঢাকা
  • বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ১৮ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

হাতীবান্ধায় ৪র্থ পর্যায়ে ২১০ জন পাচ্ছে ঘর


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ২০ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৪:২০ পিএম
হাতীবান্ধায়
৪র্থ পর্যায়ে ২১০ জন পাচ্ছে ঘর

নুরনবী সরকার, লালমনিরহাট প্রতিনিধি: লাললমনিরহাটের হাতীবান্ধায় চতুর্থ পর্যায়ে ২১০ জন গৃহহীন পরিবার পাচ্ছেন মুজিববর্ষের ঘর। আগামী ২২ মার্চ ভূমিহীন ও গৃহহীন পরিবারের “স্বপ্নের নীড়” ও ২ শতাংশ জমিসহ হস্তান্তর করা হবে। 

সোমবার (২০ মার্চ) দুপুরে হাতীবান্ধা উপজেলা পরিষদের কনফারেন্স কক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ তথ্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজির হোসেন।

এ সময় তিনি বলেন, এর আগে ৩ দফায় ৯৩৮ জন গৃহহীন পরিবারকে গৃহ হস্তাস্তর করা হয়েছে। ৪র্থ পর্যায়ে ২৬৭ টি পরিবারকে গৃহ প্রদান করা হবে। এর মধ্যে ২১০টি গৃহ আগামী ২২ মার্চ হস্তান্তর করা হবে বাকি ৫৭ টির কাজ সম্পুন্ন না হওয়ায় আগামী জুন মাসের মধ্যে হস্তান্তর করা হবে। 

এ সময় সহকারী কমিশনার (ভুমি) লোকমান হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাইদুল ইসলাম শাহ্, হাতীবান্ধা প্রেসক্লাব সভাপতি ইলিয়াস বসুনিয়া পবনসহ স্থানীয়  প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কমর্রত সাংবাদিকগণ এ সময় উপস্থিত ছিলেন।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image