• ঢাকা
  • মঙ্গলবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ; ৩০ মে, ২০২৩ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

সুখি সমৃদ্ধ দেশ গড়তে কৃষির উন্নয়নের বিকল্প নেই: সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ, ০৩:১৬ পিএম
কৃষি ব্যবস্থায় অন্যান্য ফসল উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ
অনুষ্ঠানে সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ

মুর্শেদ আলম খান, মুক্তাগাছা, ময়মনসিংহ প্রতিনিধি: সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার দেশের কৃষিকে অগ্রাধিকার দিয়ে কৃষি এবং কৃষকের প্রতি সব সময়ই সুদৃষ্টি রাখে। সুখি সমৃদ্ধ উন্নত বাংলাদেশ বিনির্মাণে দেশের কৃষির উন্নয়নের বিকল্প নেই। তিনি খাদ্য শস্যের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে সমন্বিত কৃষি ব্যবস্থায় অন্যান্য ফসল উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

প্রতিমন্ত্রী বলেন, আওয়ামীলীগ রাষ্ট্র ক্ষমতায় থাকলে দেশের কৃষি এগিয়ে যায়। সার-কীটনাশকের জন্য কৃষককে কষ্ট পেতে হয় না। দেশ খাদ্য উৎপাদনে সয়ংসম্পূর্ণতা অর্জন করে। সেজন্য তিনি বার বার আওয়ামীলীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবার আহবান জানান। 

প্রতিমন্ত্রী সোমবার ময়মনসিংহের মুক্তাগাছায় বৃত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ২০২১-২২ অর্থ বছরের প্রণীত কর্মপরিকল্পনা মুক্তাগাছা উপজেলায় বাস্তবায়ন কৌশল নির্ধারণ শীর্ষক এক অবহিত করণ কর্মশালায় এসব কথা বলেন।

বেলা ১১টায় উপজেলা পরিষদের শহীদ মুক্তিযোদ্ধা হযরত আলী অডিটোরিয়ামে  মুক্তাগাছা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলহাজ্ব কেএম খালিদ এমপি। 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ খামার বাড়ির উপপরিচালক কৃষিবিদ মো. মতিউজ্জামানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মনসুর ও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আরব আলী। এতে স্বাগত বক্তব্য রাখেন বৃত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের পরিচালক কৃষিবিদ মোহাম্মদ জিয়াউর রহমান। কর্মশালায় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ এমদাদুল হক প্রকল্পের কর্মপরিকল্পনার কারিগরি দিক তুলে ধরেন। কর্মশালায় বিভিন্ন বিভাগের কর্মকর্তা, সাংবাদিক, ইউপি চেয়ারম্যান ও প্রকল্পের আওতাধীন কৃষকগণ অংশ গ্রহন করেন। 

সংস্কৃতি প্রতিমন্ত্রী তার বক্তব্যে আরো বলেন, তিনি নিজেও ব্যক্তিগতভাবে কৃষক এবং কৃষিকে সব সময়ই গুরুত্ব দেন। তিনি মুক্তাগাছা উপজেলা উপজেলার কৃষকদেরকে ফসল উৎপাদনের সুবিধার্থে বিভিন্ন কৃষি যন্ত্র ও নানা উপকরণ দেওয়ার ব্যবস্থা করেছেন। ইতোমধ্যেই বোরো ও আমন মৌসুমী মাঝে বার্ষিক উন্নয়ন পরিকল্পনার আওতায় মুক্তাগাছা উপজেলার দেড় শতাধিক কৃষকের মাঝে পাওয়ার টিলার ও অন্যান্য কৃষি যন্ত্র প্রণোদনা হিসেবে বিতরণ করেছেন।

আগামীতেও এ ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। প্রতিমন্ত্রী মুক্তাগাছায় মাল্টা, গ্রীষ্মকালীন টমেটো, গ্রীষ্মকালীন তরমুজ ও কফি চাষ সম্প্রসারণ করতে স্থানীয় কৃষি বিভাগকে নির্দেশনা দেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রকল্পটি বৃহত্তর ময়মনসিংহের ৬টি জেলা ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, শেরপুর, টাঙ্গাইল ও কিশোরগঞ্জের ৬০টি উপজেলায় কার্যক্রম পরিচালনা করছে। এতে কৃষি উন্নয়নে যুগান্তকারী উন্নয়ন হবে বলে কর্মশালায় উল্লেখ করা হয়। 

ঢাকানিউজ২৪.কম / মুর্শেদ আলম খান

আরো পড়ুন

banner image
banner image